সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পঞ্চগড়ে আহমদীদের সম্মেলন বন্ধের দাবিতে প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ-২০২২ বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা যুব সমাজ।

আজ (২০ফেব্রুয়ারি) রোববার স্মারকলিপি প্রদান করে জেলার যুব সমাজ।

প্রথমে জেলা প্রশাসক এরপর পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বরাবর (সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড়) এ স্মারকলিপি প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হোসাইন আহমেদ মিলন (সাধারণ সম্পাদক) , হাফেজ লিয়াকত আলী (সভাপতি), মাওলানা আব্দুল বারী, মাওলানা জুবায়ের মাহমুদ, মাওলানা আশিক আহমাদ, মাওলানা আকবর হুসাইন, ইয়াসিন আলী, হায়দার আলী, শফিউল ইসলাম শফী, মাওলানা রায়হান লায়েকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও  তাওহিদী জনতা।

প্রসঙ্গত, দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী সম্মেলন আয়োজনে করেছে কাদিয়ানীরা। এর জন্য প্রস্তুতি গ্রহণ ও প্রচারণা চালাচ্ছে  অমুসলিম সম্প্রদায়ের এই গোষ্ঠীটি।  এ খবর ছড়িয়ে পড়তেই জেলাটির সচেতন মুসলমানদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা এরই মধ্যে এই সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং তা বন্ধের দাবি জানিয়ে আসছেন।

এদিকে পঞ্চগড়ের আহমদ নগরে কাদিয়ানিদের ৩ দিনব্যাপী সম্মেলন বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

এর আগে (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, খতমে নবুওয়াত অস্বীকারকারী কাদিয়ানীরা সু্স্পষ্টভাবে অমুসলিম তথা কাফের। ইসলামবিদ্বেষী আন্তর্জাতিক অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তারা মুসলিম নাম ও পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ঈমানহারা করার মিশন চালাচ্ছে। তাদের প্রতারণাপূর্ণ কার্যক্রমের কারণে দেশের কোটি কোটি তাওহিদী জনতা চরম বিক্ষুব্ধ ও প্রতিবাদমুখর। কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন নয়, তারা বেআইনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতায় বিঘ্ন ঘটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও চরম হুমকি তৈরি করছে।

আল্লামা ইয়াহইয়া আরো বলেন, আমরা জানতে পেরেছি পঞ্চগড়ের আহমদ নগরে আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী সম্মেলন আয়োজনের লক্ষ্যে কাদিয়ানীরা প্রস্তুতি গ্রহণ ও প্রচারণা চালাচ্ছে। এতে দেশের আলেম সমাজ ও রাসূলপ্রেমি তাওহিদী জনতা গভীরভাবে উদ্বিগ্ন। এই সম্মেলন চলতে দিলে দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার প্রবল আশংকা আছে। তাই সরকারের প্রতি পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন বন্ধ করতে আমরা জোর দাবি জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ