আলী যুবায়ের খান
ময়মনসিংহ>
ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে টুটন মল্লিক নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্মগ্রহণ করেছে। তার বর্তমান নাম মুহাম্মদ সা'দ মুনতাসির। সে ময়মনসিংহের একটি কলেজে অধ্যয়নরত। তার প্রকৃত আবাস্থল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নয়াগাঁও ইউনিয়নে,তার পিতার নাম মন্টু মল্লিক এবং মাতার নাম মঞ্জু মল্লিক।
গত ৯ জানুয়ারি, শেরপুর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। এরপূর্বে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন দাঈয়ের মাধ্যমে প্রথমে কালিমা পড়েন।
মুহাম্মদ সা'দ মুনতাসির আওয়ার ইসলামকে বলেন, ইসলামকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, তাছাড়া ফ্রেন্ড সার্কেল, উলামায়ে কেরামের মাধ্যমেও আমি ইসলামকে ভালোভাবে জেনেছি। নিজেও ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে যথেষ্ট রিসার্চ করেছি।
সব ধর্মের মধ্যে ইসলামকেই আমার যৌক্তিক এবং সত্য ধর্ম মনে হয়েছে। মূলত তারই প্রেক্ষিতে আমার ইসলাম ধর্মগ্রহণ। আমাকে কেউ জোরজবরদস্তি করেনি ইসলাম গ্রহণে।
ইসলাম গ্রহণের পর কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ সাময়িক কিছু সমস্যাতো থাকবেই কারণ বিষয়টা অনেক বড়, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন নিজের মা বাবাও যথেষ্ট রুষ্ট আমার প্রতি।
তবুও আমি সত্য ধর্ম ইসলাম থেকে কখনো আর বিচ্যুত হবো না, কারণ ইসলামে আমি যে আলো দেখেছি অন্য কোন ধর্মে আমি তা দেখিনি। ইসলাম ধর্মের উপর যেনো আমি অটল থাকতে পারি সেই জন্য সবার কাছে আমি বিশেষভাবে দোয়া চাই।
-এটি