সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ময়মনসিংহে এক হিন্দু যুবকের ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ>

ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে টুটন মল্লিক নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্মগ্রহণ করেছে। তার বর্তমান নাম মুহাম্মদ সা'দ মুনতাসির। সে ময়মনসিংহের একটি কলেজে অধ্যয়নরত। তার প্রকৃত আবাস্থল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নয়াগাঁও ইউনিয়নে,তার পিতার নাম মন্টু মল্লিক এবং মাতার নাম মঞ্জু মল্লিক।

গত ৯ জানুয়ারি, শেরপুর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। এরপূর্বে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন দাঈয়ের মাধ্যমে প্রথমে কালিমা পড়েন।

মুহাম্মদ সা'দ মুনতাসির আওয়ার ইসলামকে বলেন, ইসলামকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, তাছাড়া ফ্রেন্ড সার্কেল, উলামায়ে কেরামের মাধ্যমেও আমি ইসলামকে ভালোভাবে জেনেছি। নিজেও ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে যথেষ্ট রিসার্চ করেছি।

সব ধর্মের মধ্যে ইসলামকেই আমার যৌক্তিক এবং সত্য ধর্ম মনে হয়েছে। মূলত তারই প্রেক্ষিতে আমার ইসলাম ধর্মগ্রহণ। আমাকে কেউ জোরজবরদস্তি করেনি ইসলাম গ্রহণে।

ইসলাম গ্রহণের পর কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ সাময়িক কিছু সমস্যাতো থাকবেই কারণ বিষয়টা অনেক বড়, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন নিজের মা বাবাও যথেষ্ট রুষ্ট আমার প্রতি।

তবুও আমি সত্য ধর্ম ইসলাম থেকে কখনো আর বিচ্যুত হবো না, কারণ ইসলামে আমি যে আলো দেখেছি অন্য কোন ধর্মে আমি তা দেখিনি। ইসলাম ধর্মের উপর যেনো আমি অটল থাকতে পারি সেই জন্য সবার কাছে আমি বিশেষভাবে দোয়া চাই।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ