সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

রাজশাহীতে পানির দাম না কমালে হরতালের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে ওয়াসা কর্তৃক পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে পানির বর্ধিত দাম না কমালে ওয়াসা ভবন ঘেরাওসহ প্রয়োজনে রাজশাহীতে হরতালের ডাক দেয়া হবে।

এসময় নেতারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শনিবার দুপুরের দিকে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন রাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, বর্তমান সবক্ষেত্রেই পিছিয়ে থাকা একটি অঞ্চল হলো রাজশাহী। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা খুব ভালো নয়। এছাড়া ওয়াসার পানি অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময়। ওয়াসার পানি পান করে অনেক মানুষ পেটের পীড়ায় ভুগছেন। এ অবস্থায় পানির দাম বাড়ানো অযৌক্তিক। এমন পরিস্থিতিতে কোনোরকম গণশুনানি ও মতামত গ্রহণ ছাড়াই রাজশাহীতে পানির দাম অস্বাভাবিক হারে অর্থাৎ এক লাফে তিনগুণ বাড়িয়েছে ওয়াসা। প্রতিষ্ঠানটির নেয়া এমন বিতর্কিত উদ্যোগে নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ওয়াসাকে পানির বর্ধিত দাম কমাতে হবে। তা না করা হলে আগামীতে ওয়াসা ভবন ঘেরাওসহ প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি নেতারা।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, বিএনপি নেতা গোলাম মোস্তাফা মামুন প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, বর্তমান সরকার ইচ্ছেমতো নিত্যপণ্যসহ সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছে। এর আগে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বাড়িয়েছে ডিজেল ও তেলের দাম। চালের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। তার পরেই চালের দাম বেড়েই চলেছে। একসময় যে চাল প্রতিকেজি ২০ টাকা দরে পাওয়া যেত, তা এখন ৬০ টাকায় কিনতে হচ্ছে। এই সরকার আসলে জনগণের সরকার নয়। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

বিএনপি নেতারা আরো বলেন, ওয়াসার পানি খাবার অযোগ্য। এই পানি একেবারে দূষিত। দুর্গন্ধ বের হয়। তারপরেও নগরবাসী এই পানি ব্যবহার করে মূল্য পরিশোধ করেছে। কিন্তু পানির মূল্য অস্বাভাবিক হারে তিন গুণ বাড়ালে তা পরিশোধের সক্ষমতা মানুষের নেই।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল রাজশাহী পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। বিষয়টি ওয়াসার ওয়েবসাইটে ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করা হয়। ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক- চলতি ফেব্রুয়ারি থেকে পানির বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। সে অনুযায়ী ফেব্রুয়ারি থেকেই নগরবাসীর পানির জন্য অতিরিক্ত তিনগুণ মূল্য পরিশোধ করার কথা।

এরই প্রতিবাদে এ মাসজুড়েই রাজশাহীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ