আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে জাসদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান (৫০)। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে মোট ৬ জন।
ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর পুঠিমারী বিলের চরে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান ওই এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আহতরা হলেন ইউনুস আলী (৪৫), আব্দুল খালেক (৩৫), বাদশা মণ্ডল (৩০), কুব্বাত আলী (৩৬), রানা মণ্ডল (৩০), সুমন আলী (৩০)। এর মধ্যে ইউনুস, বাদশা ও রানা গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আমীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবর রহমান জানান, আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিদ্যমান দ্বন্দ্বের জেরে শুক্রবার সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান।
আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। উদ্ভূত উত্তেজনা নিয়ন্ত্রণের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মজিবর।
এনটি