সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কুষ্টিয়ার আশরাফুল উলুম মাদরাসায় চলছে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. নুর আলম খান: বাংলাদেশের কওমি মাদরাসা গুলোর সর্বোচ্চ সংস্থা আলহাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া’র ঘোষিত টিকাদান কর্মসূচি অনুযায়ী সার়া দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে কওমি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় বেফাক ঘোষিত কেন্দ্র কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ  আশরাফুল উলুম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে টিকাদান কর্মসূচি চলছে । হাইয়াতুল উলিয়া, কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে এখন পর্যন্ত টিকা গ্রহণ করেছে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী।

এছাড়া যারা ইতিপুর্বে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে তাদেরকে টিকার কার্ড প্রদান করা হয়। এতে অংশ নেয় হিফজ, কিতাব, কিরাত বিভাগের ছাত্ররা।

মাদরাসা কর্তৃকপক্ষ জানায়, সকল ছাত্রকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরও টিকার ব্যবস্থা করার উদ্যোগ চলছে। তবে মাদরাসা প্রাঙ্গণে স্থান সংকুলন না হওয়ায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে টিকাদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ। ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ