মো. নুর আলম খান: বাংলাদেশের কওমি মাদরাসা গুলোর সর্বোচ্চ সংস্থা আলহাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া’র ঘোষিত টিকাদান কর্মসূচি অনুযায়ী সার়া দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে কওমি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় বেফাক ঘোষিত কেন্দ্র কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আশরাফুল উলুম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে টিকাদান কর্মসূচি চলছে । হাইয়াতুল উলিয়া, কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে এখন পর্যন্ত টিকা গ্রহণ করেছে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী।
এছাড়া যারা ইতিপুর্বে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে তাদেরকে টিকার কার্ড প্রদান করা হয়। এতে অংশ নেয় হিফজ, কিতাব, কিরাত বিভাগের ছাত্ররা।
মাদরাসা কর্তৃকপক্ষ জানায়, সকল ছাত্রকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরও টিকার ব্যবস্থা করার উদ্যোগ চলছে। তবে মাদরাসা প্রাঙ্গণে স্থান সংকুলন না হওয়ায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে টিকাদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ। ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।
-কেএল