সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ১৬ ফেব্রয়ারী গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসিগুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়, কবুতর প্রদর্শনীতে শোভা পায়।
দুপুর ১২ টায় ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন, উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ জামাল খান। গোয়াইনঘাট মধ্যে জাফলং ইউনিয়ন প্রশাসক সুশান্ত কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র পাল ছানা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল আলম।
বেলা ৩ টায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম যুব উন্নয়ন কর্মকর্তা, কর্মসংস্তান ব্যাংকের ম্যানেজার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান জানান, প্রানিসম্পদ প্রদর্শনী -২০২২ এ উপজেলার বিভিন্ন খামারিদের মাঝে ৭ টি ক্যাটাগরিতে ৩০০০০/- (ত্রিশ) হাজার টাকার সর্বমোট ২১ টি পুরষ্কার দেয়।
-এটি