ইভা জান্নাত শহিদা
কার পিছনে ছুটে মানুষ
ভুলে আল্লাহর দ্বীন?
টাকা কি তার সঙ্গী হবে
চুকিয়ে সব ঋণ?
তাই যদি হয় মেটাও তবে
আপন মায়ের ঋণ
গর্ভে ধারণ করে যেজন
বাজায় দুখের বীণ।
তাই যদি হয় দাও না গিয়ে
বাবার শ্রমের দাম
তোমরা সুখে থাকবে বলে
ফেলছে মাথার ঘাম।
দুখের দিনে যত্নে তোমায়
লালন পালন করে
তোমার সুখের দিনেই তারা
থাকছে অনাদরে।
যেই টাকাতে মা খুশি নয়
বাবার কষ্ট বাড়ে
সেই টাকাতে কোটিপতিও
নিজের কাছে হারে।
সময় থাকতেই বোঝো কদর
মা বাবা সেরা ধন
মায়ের পায়ের নিচে জান্নাত
করবে তা অর্জন।
শান্তি পাবে ইহকালে
পরকালে গিয়ে
আল্লাহর দান চিরস্থায়ী
শান্তির জান্নাত পেয়ে।
-কেএল