শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আদালতে হিজাব মামলা: কর্নাটকে খুলে দেয়া হচ্ছে স্কুল-কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব বিতর্কের সুরাহা হয়নি এখনো। মামলা চলছে ভারতের কর্নাটক হাইকোর্টে। এর মধ্যেই বুধবার থেকে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং কলেজ খুলছে কর্নাটকে। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

তিনি বলেন, হিজাব ব্যবহার নিয়ে শিগগিরই কিছু কার্যকর প্রক্রিয়া (‌এসওপি)‌ ঘোষণা করা হবে।

পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের রায়কে মেনে চলতে হবে প্রত্যেক শিক্ষার্থীর।

হাইকোর্টে এই হিজাব পরার অধিকার দাবি করে মামলা করেছেন বেশ কয়েকজন ছাত্রী। সেই নিয়ে ডিসেম্বরের শেষ থেকে উত্তপ্ত কর্নাটক। এদিন রাজ্যের উচ্চ-শিক্ষামন্ত্রী ও সংখ্যালঘু মন্ত্রীর সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। তারপরেই সিদ্ধান্ত নেন, কর্নাটকে প্রি–ইউনিভার্সিটি কোর্স (‌অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী)‌ পড়ানো হয়, এমন কলেজ খুলে দেয়া হবে। পরে জানানো হয়, ওই একই দিনে রাজ্যের বাকি কলেজ এবং ইউনিভার্সিটিও খুলে দেয়া হবে। মানতে হবে হাইকোর্টের রায়।

কর্নাটক হাইকোর্ট ইতোমধ্যেই শিক্ষার্থীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি বলেছে, রায় বের হওয়া পর্যন্ত কোনো ছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরবে না, যদি না সেখানকার পোশাকবিধিতে তা বলা হয়।

এদিন কর্নাটকে স্কুল খুলেছে। সোশাল মিডিয়ায় বহু ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছাত্রীদের হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা দিচ্ছেন শিক্ষকরা। অনেক ছাত্রী বাড়ি ফিরে গেছে।

এদিকে শুনানিতে ছাত্রীদের আইনজীবী দেবদত্ত কামাথ বলেন, সংবিধান হিজাব পরার অধিকার দিয়েছে নাগরিকদের। এই নিয়ে বাধা দিতে পারে না শিক্ষাপ্রতিষ্ঠান।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ