নাজমুল হাসান সাকিব।। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার অন্তর্গত মথুরাপুর অঞ্চলে অবস্থিত রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার খতমে বুখারী ১৭ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
জানা যায়, সাফল্যের ৮ম বর্ষে প্রতিষ্ঠান পরিচালকরা কওমী মাদরাসার সর্বোচ্চ জামাত দাওরায়ে হাদিস চালু করেন। প্রথম বছরেই ২০ জন শিক্ষার্থী অত্র বিভাগে ভর্তি হন। বছর শেষে এখন অত্র জামাতে পড়ুয়া ছাত্রীদের বিদায়ের পালা। তাদের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে একটি বিদায়ী স্মৃতি ডায়েরি।
এতে ছাপা হয়েছে অনেক প্রবন্ধ-নিবন্ধ, নসীহত, দুয়া ও বাণী। এটি প্রকাশে ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মওলানা আবু নাঈম, সহকারী পরিচালক মুফতি আজহারুল ইসলাম ও সহকারী নাজেম মুফতি ফয়জুল্লাহ বিন মুখলিস। তাছাড়াও এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট 'নাজমুল হাসান সাকিবের'। আল্লাহ সবাইকে জাযায়ে খাইর দান করুন। আমিন।
আগামী ১৭ তারিখ, রোজ বৃহঃবার অনুষ্ঠিত হবে অত্র মাদরাসার খতমে বুখারী। নসিহত পেশ করবেন, ঐতিহ্যবাহী জামিয়া দীনিয়া শামসুল উলুম মতিঝিল ঢাকা মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা শরীফুল ইসলাম কাসেমী, ঐতিহাসিক গ্রন্থ ‘জুমাআর বয়ানে সমকালীন বিশ্ব’ এর রচয়িতা, সুসাহিত্যিক, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, কামরাঙ্গীরচরের পীর সাহেব খ্যাত প্রখ্যাত আলেমে দীন মুফতি আবদুল হাফিজ কাসেমী প্রমুখ।
বুখারী শরীফের শেষ সবক পড়াবেন ও আখেরি মুনাজাত করবেন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শাইখুল হাদিস ও অত্র মাদরাসার উপদেষ্টা ও শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী।
সভাপতিত্ব করবেন- অত্র মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আব্দুল আহাদ ও হা. মাও. আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালন করবেন- প্রতিষ্ঠানের পরিচালক: হাফেজ মাও. আবু নাইম ও সহকারী উস্তাদ মাও. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত হবেন বাজিতপুরের সকল আলেম-উলামা, হিতাখাঙ্খি ও ছাত্রীদের অভিভাবকগণ। আপনারাও সকলে আমন্ত্রিত।
মাদরাসাটি ২০১৫ সালে কয়েকজন বিজ্ঞ ও প্রাজ্ঞ আলেমদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সফলতা দিন-দিন তাদের নাগালে আসছে। বেফাকুল মাদাসিরিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্র আছে।
প্রতিবছর শিক্ষার্থীরা পরিক্ষা দিয়ে উপহার দিচ্ছেন ভালো রেজাল্ট। অভিভাবকগণ মুগ্ধ হচ্ছেন, প্রশংসা করছেন। আল্লাহ্ প্রতিষ্ঠানকে কবুল করুন। মুহতামিম হা. মাও. আবু নাইম ও নায়েবে মুহতামিম মাও. আজহারুল ইসলাম সহ সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমিন।
-এটি