সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কুষ্টিয়ায় ‘একটু হাসি’র মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কুষ্টিয়া প্রতিনিধি।।

করোনাভাইরাস  সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে চাষি বাজার এলাকা পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি এলাকায় হেঁটে হেঁটে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ‘একটু হাসি’ নামে একটি সংগঠন।

রোববার (১৩ ফেব্রুয়ারী ) বিকেলে হরিপুর ব্রিজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচী বিষয়ে একটু হাসি সংগঠন এর সাধারণ সম্পাদক সাদিক হাসান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমনে আমরা জনসচেতনতা তৈরি ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কাজ করছি। এর ধারাবাহিকতায় নিজেদের সদস্য নিয়ে আমরা আজ পথে পথে ঘুরে স্বাস্থ্যবিধি নিয়ে মানুষকে সচেতন করেছি ও ১০০ পিস (কেএন-৯৫ মাস্ক) বিতরণ করেছি। প্রায় এক কিলোমিটারেরও বেশি পথ ঘুরে আমরা অনেকের মুখে মাস্ক পাইনি। তাদের সচেতন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি সাদিকাতুল সিনহা সোভা, সহসভাপতি মাহবুবা শুরভি, সাধারণ সম্পাদক সাদিক হাসান, বায়জিদ ইসলাম, শরিফ মাহমুদ, সুরাইয়া ইয়াসমিন অথৈ, শাওন আহমাদ, আমির হামজা, মোস্তফা, আব্দুল্লাহ মাসুদসহ অনেকেই।

এ সময় সদস্যরা বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে একটু হাসি সংগঠন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তবে এত আক্রান্ত, এত মৃত্যুর পরও আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনত এখনো অনেক কম। মানুষকে সচেতন করার মধ্য দিয়েই আমরা এই মহামারি প্রতিরোধ করতে পারব।

তারা বলেন, এই সংগঠন এর মতো সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যদি মাঠে নামে, ব্যক্তিপর্যায় থেকেও যদি আমরা যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করার কাজ করি— তাহলে করোনা থেকে রক্ষা পেতে সহজতর হবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ