সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন বাইক চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

পথে পাওয়া ব্যাগভর্তি টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর গ্রামের ভাড়ায় মোটর সাইকেল চালক মুহা. রফিকুল ইসলাম

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মত ভাড়ায় মোটর সাইকেল চালাচ্ছিলেন চালক মুহা. রফিকুল ইসলাম। শান্তিরহাট-নারায়ণহাট প্রধান সড়কে একটি কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি নিয়ে তিনি বাসায় চলে যান। সেখানে ব্যাগ খুলে দেখতে পান তাতে ২ লাখ ৪০ হাজার টাকা। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

রফিকুল ইসলাম বলেন, সড়কে তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি নিয়ে পরে তিনি বাসায় যান। বাসায় গিয়ে শুনেন সড়কে টাকা হারানোর মাইকিং। মাইকিং শুনে তিনি সেখানে যান। টাকার প্রকৃত মালিককে খবর দেন। যাচাই বাছাই করে পরে স্থানীয় চেয়ারম্যান মুহা. জানে আলমের মাধ্যমে টাকাগুলো হস্তান্তর করেন।

টাকার মালিক উপজেলার বাগান বাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মুহা. সোহেল রানা। তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

মুহা. সোহেল রানা বলেন, দীর্ঘদিনের জমানো টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম দালান ঘরের কিছু আসবাবপত্র কিনব বলে। কিন্তু বাড়িতে পৌঁছার পর টাকার ব্যাগটি খুঁজে পাচ্ছি না। পরে চালক মুহা. রফিকুল ইসলামের মাধ্যমে তিনি টাকা পাই।

দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহা. জানে আলম বলেন, যিনি টাকা ফিরিয়ে দিয়েছেন, তিনি চালক হলেও ভালো মানুষ। কোনো কিছুর বিনিময় ছাড়াই টাকাগুলো তিনি মালিককে ফিরিয়ে দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ