নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
মাসব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মানিকছড়িতে ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা কার্যালয়ে এ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মুহা. ইব্রাহিম খলিল মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল কাদের ওয়াহেদী।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা ও ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল আজিজী প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, ইসলামী যুব আন্দোলন আল্লাহর হুকুম ও মহানবী সা.এর আদর্শ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।যুব সমাজকে ইসলামী চেতনা বুকে ধারণ করে সকল অনাচার মূলোৎপাটন করে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের পতকাতলে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান।
ভারতের কর্নাটকের সাহসী নারী মুসকানের প্রসঙ্গ টেনে বক্তাগণ বলেন- মুসকান দেখিয়ে দিয়েছে অন্যায়কে কীভাবে রুখে দিতে হয়। মুসকান বীরাঙ্গনা হিসাবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
-এএ