মুহিব্বুর রহমান উসামা: ভারতে হিজাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মহিলা মজলিস ঢাকা মহানগরীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উত্তরা রাজউক কলেজ সংলগ্ন মহাসড়কে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরীর সভানেত্রী সুরাইয়া আক্তার সুমির সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে মহিলা মজলিস ও ছাত্রী মজলিস ঢাকা মহানগরীর এবং বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মহিলা মজলিস ঢাকা মহানগরীর সভানেত্রী সুরাইয়া আক্তার সুমি বলেন, হিজাব আমাদের অধিকার। হিজাব মুসলিম নারীর মর্যাদার প্রতীক। আমরা এই হিজাব নিয়ে থাকতে চাই।
তিনি আরো বলেন, মুসলিম নারীর হিজাব পরা মহান আল্লাহর আইন আর আল্লাহর আইনে হাত দিয়ে কেউ টিকে থাকতে পারবে না। বিশ্বের যে কোথাও হিজাব বিরোধী ষড়যন্ত্র করা হলে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ।
মানববন্ধন শেষে প্রতিবাদী ফেস্টুন হাতে নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
-কেএল