আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই আদেশ দেন।
অভিযুক্ত তানজির আহমেদ (৩৫) উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। নিহত ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদ (৩২)।
রায় ঘোষণার সময় তানজির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর ফলে সাগর সরকারকে হত্যা করে বড় ভাই তানজির আহমেদ। এই হত্যার দায়ে তানজির আহমেদকে দোষী সাব্যস্ত করে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে সাগর সরকার নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন সকালে একই গ্রামের একটি পুকুর পাড়ে ও বায়োগ্যাস প্লান্টের গোবরের হাউজে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা তল্লাশি করে সাগর সরকারের লাশ উদ্ধার করে।
সাগর সরকারকে বস্তায় ঢুকিয়ে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে তদন্তের একপর্যায়ে ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ানোর ফলে সাগর সরকারকে হত্যার কথা স্বীকার করেন বড় ভাই তানজির আহমেদ। পরে মামলার বিভিন্ন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।
-এটি