সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বাক প্রতিবন্ধীকে ঘর উপহার দিলো এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বিবি মরিয়ম পারভিন বাক প্রতিবন্ধী। ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির কালা মিয়া সারাং বাড়ীর বাসিন্দা। ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে দীর্ঘ ২২ বছর মানবেতর জীবনযাপন করেছেন। তাদের ঘর উপহার দেয় বহুমুখী সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন’।

মঙ্গবার (৮ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মাওলানা সেলিম উদ্দিনের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধনে ঘরে প্রবেশ করে। এছাড়াও পরিবারের সকল সদস্যদের পবিত্র আল-কুরআন উপহার দেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংস্থার সিনিয়র কর্মকর্তা মাওলানা রায়হান আহমদ, কম্পিউটার অপারেটর উসমান মাহমুদ, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জাহেদুল্লাহ কোরাইশী, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমূখ।

ঘর উপহার পেয়ে পারভিনের দু’চোখ বেয়ে অঝোরে অশ্রু ঝড়ে পড়ে। কৃতজ্ঞতা জানায় এহইয়াসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ শাহাজাহানকে।

যুগ্ম সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন বলেন, ‘এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন’ হতদরিদ্র নারীদের জীবন মান উন্নয়নে সেলাই মেশিন প্রদানসহ সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে টিউবওয়েল, গভীর নলকুপ, মসজিদ ও বাস্তহারাদের গৃহ নির্মানসহ নানা কার্যক্রম পরিচালনা করেন।

এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মাওলানা সেলিম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ