আওয়ার ইসলাম ডেস্ক: সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ কথা জানানো হয়।
জানা গেছে, রিট পিটিশন ১২৪১/২০২২-এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিতের চিঠি আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।
-এএ