আন্তর্জাতিক ডেস্ক: মিসরের প্রশিদ্ধ হাদিস গবেষক কায়রো বিশ্ববিদ্যালয়ের দারুল উলুম কলেজের অধ্যাপক শায়খ ড. আবদুল মজিদ মাহমুদ আল শাফেয়ি ইন্তেকাল করেছেন।
গত ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৩ বছর।
শায়খ আবদুল মজিদ ১৯৩১ সালের ১২ ডিসেম্বর কায়রো নগরে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে ‘আবু জাফর আত তাহাবি এবং হাদিস শাস্ত্রে তার কৃতিত্ব’ বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে ‘হিজরি তৃতীয় শতাব্দিতে মুহাদ্দিসদের ফিকহের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
১৯৭১ সালে মিসরের প্রেসিডেন্ট জামাল আবদুন নাসেরের মৃত্যুর পর শায়খ আবদুল মজিদ সৌদি আরবে পাড়ি জমান। রিয়াদের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় পরবর্তীতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ বিভাগে অধ্যাপনা করেন। এছাড়াও কাতার ইউনিভার্সিটিসহ ওমান, জর্দানের ও রিয়াদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
-এএ