আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাহাদুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মো. নুর কবির নামে স্থানীয় এক শ্রমিক লীগ নেতা জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে আগুন দেখতে পেয়ে পানি নিয়ে ছোটাছুটি করেন স্থানীয়রা। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিভিন্ন দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে বেগ পোহাতে হবে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন অফিসার রায়হানুল আশ্রাফ হোসেন বলেন, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। আশেপাশে পানি না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এরমধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে জানানো হবে।
-এএ