আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে একটি লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নাজিরাবাজার এলাকায় আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২৪) ও একই গ্রামের আনন্দ (২০)। তবে আনন্দের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
তাদেরকে চাপা দিয়ে লরিটি চট্টগ্রামের দিকে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মোরশেদ ও আনন্দ দুজন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছিলেন। পেছন থেকে দ্রুতগতিতে একটি লরি এসে মোটরবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটি। আমরা তাদেরকে চাপা দেওয়া লরিটি শনাক্তের চেষ্টা করছি। আইনানুগ কার্যক্রম শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনটি