আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাসে বেড়েছে দুর্ভোগ। সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বের হয়নি সাধারণ মানুষ। শহর এবং হাট বাজারে অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।
যদিও তাপমাত্রা বেড়ে গিয়ে ১১ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে। কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। কমেনি শীতের তিব্রতা। উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে মাঘের প্রচণ্ড শীতে কাবু হয়েছে পঞ্চগড়বাসী।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সকালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেতুঁলিয়ায়। ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বাতাস।
এদিকে, শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করলেও শীতার্তদের একটি বিরাট অংশ এখন পর্যন্ত শীতবস্ত্রের অভাবে দিনাতিপাত করছে।
এনটি