ইকবাল হোসেন। সম্প্রতি জেব্রা ও বাঘের মৃত্যুর পর দর্শনার্থী কমেছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। স্বাভাবিক সময় প্রতিদিন ৩ থেকে ৫ হাজার দর্শনার্থী এলেও প্রাণী মৃত্যুর পর তা কমতে থাকে। কাউন্টার কর্মী, দোকানী ও হকাররা এক রকম অলস সময় পার করছেন দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, পার্কের বিভিন্ন জোনগুলোর সামনে দর্শনার্থীদের তেমন ভীর নেই। হাতে গোনা দু’একজন পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কাউন্টারে এসেছেন। বাকি সময় খোস গল্প করে অলস সময় পার করতে দেখা গেছে সংশ্লিষ্টদের। দর্শনার্থী কম থাকলেও ব্যস্ততার কমতি ছিলো না পার্ক কর্তৃপক্ষের।
নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের যোগদান ও দু’জন কর্মকর্তার বিদায় উপলক্ষ্যে দিনভর ব্যস্ত ছিলেন তারা। দায়িত্ব হস্তান্তর ছাড়াও প্রয়োজনীয় কাজ বুঝে নেওয়া ও দেওয়ায় ব্যস্ত সময় পার করেন। পার্কের ভেতর ‘কোর সাফারি’ (যে এলাকায় বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ থাকে) বিভিন্ন পয়েন্টে আলোর জন্য বৈদুতিক বাতির সংযোগ দিতে দেখা গেছে।
তবে পার্কের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে নতুন ও পুরাতন কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সঙ্গে। পার্কের একটি সূত্রে জানান, গবেষণার কাজ শেষ হলে আইইডিসিআর থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হবে। এর আগে এ বিষয়ে তারা কিছুই বলতে পারবেন না।
এদিকে, বেশিরভাগ সময় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাফারি পার্কে লোক সমাগম খুবই কম দেখা গেছে।
-এটি