সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ফেনীর জামেয়া ফারুকীয়া মাদরাসার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী
ফেনী প্রতিনিধি

ফেনী জেলার পরশুরাম থানাধীন পশ্চিম অলকা জামেয়া ফারুকীয়া মাদরাসার উদ্যোগে ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা বলেন, ইসলামই একমাত্র শান্তির ধর্ম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আগমন করেছিলেন। ইসলাম সকলকে শান্তির বার্তা দেয়। ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত কারীদের জন্য পৃথিবীতে যেমন ইজ্জত ও শান্তির ব্যবস্থা রয়েছে ঠিক তেমনিভাবে পরকালীন মুক্তির প্রতিশ্রুতিও রয়েছে। সুতরাং আমাদেরকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামের ছায়াতলে একত্রিত হতে হবে এবং নিজের ব্যক্তিগত জীবনে ইসলামের সঠিক বাস্তবায়ন করতে হবে।

বিশেষ করে বর্তমান যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে শান্তির ধর্ম ইসলামের পুরাপুরি অনুশাসন পালন ছাড়া বিকল্প কোন রাস্তা নেই।

সোমবার (৩১ জানুয়ারী) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারেরপরিচালক, পরশুরাম জামেয়া ফারুকীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে উক্ত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা জামেয়া তালীমিয়া মাদরাসার পরিচালক, আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন দারুলউলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ওলামা বাজার মাদরাসার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম আদীব, নারায়ণগঞ্জ মারকাযে তালিমুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা ফরীদউদ্দীন আল মোবারক, মাওলানা মুফতি শহিদুল্লাহপ্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ