সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

পুকুরে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসার নূরাণী বিভাগের শিক্ষার্থী পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ক্লাসে এসে আর বাড়িতে ফেরা হলোনা ওই মাদরাসার নূরাণী বিভাগের কোমলমতি শিক্ষার্থী মো. আব্দুল্লাহর (৭)। সে মসজিদবাড়ি গ্রামের মো. জিহাদ সিকদারের ছেলে। পিতা মাতা দুজনেই সংসারের জীবিকার তাড়নায় রাজধানী শহর ঢাকায় থাকেন।

আব্দুল্লাহ দাদা বাড়িতে থেকে মাদরাসায় লেখাপড়া করতো। তার দাদার নাম মো. হারুন সিকদার। দাদাই সকালে প্রিয় নাতিকে হাত ধরে মাদরাসায় দিয়ে এসেছিলেন বলে প্রতক্ষদর্শীরা জানান। তবে মাদরাসা থেকে নিয়ে গেলেন দাদু ভাইর প্রাণহীন নিথর দেহ।

স্থানীয় সূত্রে জানাগেছে আব্দুল্লাহ সকালে মাদরাসায় গিয়ে তার এক সহপাঠির সাথে খেলতে ছিলো। এ সময় পানি নিতে মাদরাসা লাগোয়া পুকুর ঘাটে নেমে পড়ে যায়।

তার সাথে থাকা সহপাঠি তখন কিছু বুঝতে পারেনি। পরে সে ডাকচিৎকার করলে মাদরাসার এমএলএসএস মো. এবাদুল হক সিকদার এসে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহকে তার নিজ এলাকায় নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

এদিকে সন্তানের মৃত্যু খবর পেয়ে আব্দুল্লাহর পিতা-মাতা ঢাকা থেকে এসেছেন বলে এলাকাবাসী জানান। তবে এমএলএসএস এবাদুলের মুঠোফোন বন্ধ থাকায় সে কিভাবে শিক্ষার্থী আব্দুল্লাহকে পুকুর থেকে উদ্ধার করেছে তা জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. পনিরুজ্জামান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ