সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাধবপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

ভারতীয় সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির শ্রীধরপুর এলাকায় সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সোমবার (৩০ জানুয়ারি) সাংবাদিক সাইদুর রহমান ও তার সহযোগী শফিকুল ইসলাম শ্রীধরপুর গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে চোরাকারবারিরা খবর পেয়ে তাদের পিছু করতে থাকে। একসময় উপজেলার ৩ নং বহরা ইউপির শ্রীধরপুর গ্রামের চোরাকারবারি মোঃ জামাল মিয়া(২২), আক্কাস আলী (৪০),আলকাস আলী(৪৫) উভয়ের পিতা মর্তুজ আলী ও তাদের স্ত্রী সন্তানসহ সাংবাদিকের উপর হামলা চালায় এবং দেশিয় অস্র দিয়ে তাদের বেদম মারদর করে।

সাইদুর রহমান জানান, এ সময় তাদের হাতে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা দামের ২ টি ক্যামেরা, ৪৫ হাজার টাকা দামের ৩ টি মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সাসহ অন্যান জিনিস পত্র ছিনিয়ে নিয়ে যায়।

তিনি জানান, ঐ সময় চোরাকারবারিরা ভারতীয় নিষিদ্ধ গাজা, ফেনসিডিল, ও চোরাই গরু পাচার করছিল। আর এমন সংবাদ যেন প্রচার না হয় সেজন্যই এমন হামলা। এই চোরাকারবারিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন যায়গায় একাদিক মামলা রয়েছে।

জানা যায়, পরে স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক মোঃ জসিম উদ্দিন খবর পেয়ে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মামলা হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করব।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ