সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী বক্তা মুফতি আমজাদ হোসাইন আশরাফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

৭ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী থেকে প্রায় ৩৬ শ’ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বক্তা ও এই আলেম প্রার্থী। আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন তার ভাগিনা মুফতি ওলিউল্লাহ শহীদি।

মুফতি আমজাদ হোসাইন আশরাফীর প্রতীক ছিল চশমা মার্কা। তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর একজন নৌকা মার্কা, অপর দুজন হাতপাখা ও আনারস প্রতীকে দাঁড়িয়ে ছিলেন।

মুফতি আমজাদ হোসাইন আশরাফী একজন বক্তা, খতিব ও বেশ কয়েকটি মাদরাসার মুহতামিম।

তার বিজয়ের খবরে এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও একের পর এক বিজয় মিছিল বের হয়েছে তার বিজয়ের খবরে।

প্রসঙ্গত, ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ২২টি জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে ষষ্ঠ ধাপের নির্বাচন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর মাঝে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জনসহ মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এটি / এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ