সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জাফলংয়ে বনভূমিতে নির্মিত অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বনবিটের তামাবিল বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা আধাপাকা একটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বনবিভাগ।

রবিবার দুপুরে জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্রমন্ডল'র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জাফলং বনবিভাগে কর্মরত বনকর্মী। তবে, ভবন মালিকরা তাদের জমি খতিয়ানভুক্ত বলে দাবি করে এর প্রতিকার চেয়ে মামলা করবেন বলে জানান।

বনবিভাগ সূত্র জানায়, সিলেট বনবিভাগের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার জাফলং বনবিটের এলাকার বনভূমিতে কিছু অবৈধ দখলদার পাকা বসতঘর নির্মাণ করছিল।

জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র,মন্ডল বনকর্মীদের সঙ্গে নিয়ে তামাবিল এলাকার সংরক্ষিত বনাঞ্চলের, ১৭০ দাগে অভিযানে যান। সেখানে স্থানীয় ফারুক আহমেদ'র নির্মাণাধীন আধাপাকা একটি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সারি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাদ উদ্দিন জানান, চিহ্নিত বনদস্যুরা অবৈধ বসতবাড়ি নির্মাণ করছে- এ ধরনের খবর পেয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।

জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল জাফলং বনবিভাগ এলাকায় আজ রবিবার অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন একটি বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়। এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ