কুষ্টিয়া প্রতিনিধি
‘ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের পথচলার ৩০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ৯ টায় আই.এ.বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি জেলা সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ, সহ-সভাপতি মোহাম্মাদ রাহাত আলী বিশ্বাস, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল।
সম্মেলনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে শপিংমল, বাণিজ্য মেলা সহ যাবতীয় কিছু চালু থাকলেও ছাত্রদের লেখাপড়ার অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে।
বক্তাগণ আরো বলেন, আজ দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো পায়নি। যারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে তারাও আজকে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের নব কমিটি ঘোষণা করেন। সভাপতি হিসেবে- মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি- মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক- মোঃ মোস্তাকিম বিল্লাহ- কে মনোনীত করা হয়।
-কেএল