সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া প্রতিনিধি

‘ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের পথচলার ৩০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ৯ টায় আই.এ.বি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি জেলা সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ, সহ-সভাপতি মোহাম্মাদ রাহাত আলী বিশ্বাস, ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা, থানা ও ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল।

সম্মেলনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে শপিংমল, বাণিজ্য মেলা সহ যাবতীয় কিছু চালু থাকলেও ছাত্রদের লেখাপড়ার অধিকারকে ক্ষুণ্ন করা হয়েছে।

বক্তাগণ আরো বলেন, আজ দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো পায়নি। যারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে তারাও আজকে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের নব কমিটি ঘোষণা করেন। সভাপতি হিসেবে- মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি- মোঃ রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক- মোঃ মোস্তাকিম বিল্লাহ- কে মনোনীত করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ