সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের ২য় অ্যানুয়েল কনফারেন্স-২১ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

চট্টগ্রাম থেকে >

"আর্থ-সামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণ" এই স্লোগানকে ধারণ করে বেসরফ গ্রুপ অব বাংলাদেশের ২য় অ্যানুয়েল কনফারেন্স-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) চট্টগ্রামের এক অভিজাত সম্মেলন কেন্দ্রে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এন.কে.এম ইরফান চৌধুরী সভাপতিত্বে ও চিফ মার্কেটিং ডিরেক্টর মো. ইরফান উদ্দিনের পরিচালনায় এবং বেসরফ গ্রুপের মেম্বার জনাব আহনাফ আব্দুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

এই সময় সভাপতির বক্তব্যে এন.কে.এম ইরফান চৌধুরী বলেন, আমরা শক্তিশালী আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হচ্ছে, দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে বেসরফ গ্ৰুপের অবস্থানকে সুদৃঢ় করা। একটি সুন্দর, সবুজ এবং আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যবসায় সীমিত মুনাফা অর্জনের প্রেক্ষিতে, দেশ ও জনগণকে সাথে নিয়ে দেশের আর্থ-সামাজিক পরিবেশ উন্নত করে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থানকে উজ্জ্বল করা। বেসরফ গ্ৰুপ ইতোমধ্যে একটি প্রতিশ্রুতিশীল ও সমৃদ্ধ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। গ্রুপটি বাংলাদেশের বৃহত্তম আর্থ-সামাজিক ব্যবসায়ীক কর্পোরেশন হিসেবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে চায়। কিন্তু বেকারত্বের কারণে আমরা ঊর্ধ্বমুখী হতে পারছি না । তাই বেসরফ গ্ৰুপ এ ধরনের সমস্যা অবসায়ন করে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক শিল্পপ্রতিষ্ঠান গঠনে অসামান্য অবদান রাখতে চায়। আমরা প্রতিনিয়ত আমাদের লক্ষ্য ত্বরান্বিত করার চেষ্টা করছি। সুতরাং এই লক্ষ্যকে অটুট রেখে প্রত্যেক শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ সক্রিয় থেকে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠনের ভূমিকায় অংশ নিতে বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, বেসরফ গ্ৰুপের ডেপুটি ভাইস চেয়ারম্যান শওকত ওসমান চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ এমদাদ উল্লাহ, চিফ অফিস ডিরেক্টর মো. রেজাউল করিম, চিফ ফিন্যান্স ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, চিফ মার্কেটিং ডিরেক্টর ইরফানুদ্দীন, চিফ আইটি ডিরেক্টর শাহরিয়ার আহমেদ, চিফ সোস্যাল ডেপলপমেন্ট সাইফুল ইসলাম আজাদ, চিফ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মাসুদুল হাসান।

বর্তমান অর্থনীতিতে সুদ ও হারাম উপার্জনের বিষয় নিয়ে বক্তব্য রাখেন, বেসরফ শরিয়াহ বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান নোমানুর রশিদ।

বিগত বছরের মতো এ বছরেরও সেরা ডিরেক্টর অ্যাওয়ার্ড ও পদন্নোতি পান চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ এমদাদ উল্লাহ।

উক্ত অ্যানুয়েল কনফারেন্সে বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের সকল শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সুন্দর ও সুষ্ঠভাবে কনফারেন্সের শেষ সেশনে পরিচালক দেশের অর্থনীতির সার্বিক উন্নতি ও বেসরফ গ্ৰুপের কল্যাণ কামনা করে কনফারেন্স সমাপ্ত ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ