সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাদরাসা শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিনিধি>

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগ-এলাসিন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমান (৩৬) মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়  গুরুতর আহত হন। তবে বর্তমানে তিনি আশঙখা মুক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

রবিবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক সারে নয়টায় উপজেলার দেলদুয়ারের চরপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন সহ শিক্ষক ও বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম।

মাওলানা সিরাজুল বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আমাদের মাদরাসার ম্যানেজিং কমিটি এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা ছিল।

আমি মটরসাইকেল যোগে মাদরাসায় চলে আসি।  মাওলানা মো. হাবিবুর সিএনজিতে মাদরাসার উদ্দেশ্যে রওনা দেন। চরপাড়া নামক স্থানে অপরপ্রান্ত থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক
আহত হন তিনি। এতে মাওলানা মো. হাবিবুর রহমান তার মাথায় প্রচন্ড আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।

এদিকে শিক্ষক মাওলানা মো. হাবিবুর রহমানের রোড এক্সিডেন্টের কথা শুনে "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি জয়নুল আবেদীন সংশ্লিষ্ট জেলা কমিটিকে আহত শিক্ষকের সার্বিকভাবে সাহায্য-সহযোগীতা করার জন্য অনুরোধ করেন। এবং যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ দেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ