সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গোয়াইনঘাটে ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউজিডিপি ও জাইকার অর্থায়নে ৩য় পর্যায়ে প্রায় ৪৪ লক্ষ টাকার কাজ বাস্তবায়িত হচ্ছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৮-২০১৯ অর্থবছরে ২২ লক্ষ টাকা ব্যয়ে ডৌবাড়ী উচ্চ বিদ্যালয় ও ফতেপুর ইউনিয়নের চৌগ্রাম উচ্চ বিদ্যালয় এবং আরো ২২ লক্ষ টাকা ব্যয়ে সালুটিকর কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নির্মাণ কাজ চলছে। যার কারিগরি সহযোগিতা রয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।

২৪ জানুয়ারি (সোমবার) ডৌবাড়ী ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নির্মাণ কাজ পরিদর্শন করেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। পরিদর্শনে সাথে ছিলেন, ইউজিডিপি ও জাইকার ইউডিএফ আজিজুর রহমান ও ঠিকাদার অশিদ বাবু।

পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, বিদ্যালয় দু’টির শ্রেণিকক্ষ নির্মাণ কাজ শেষের দিকে এবং কাজের গুণগত মান ভাল।

বাকি আরও দু’টি সালুটিকর কলেজ ও তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাজ শেষ পর্যায়ে রয়েছে যে কোনদিন পরিদর্শন করার ইচ্ছা পোষণ করেন তিনি।

এলাকার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে চেয়ারম্যান মুহা. ফারুক আহমদ বলেন, সর্বাগ্রে ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় এলাকার উন্নয়নে আন্তরিক। তার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার বিনিময়ে এলাকায় সর্বাঙ্গীণ উন্নয়ন সাধিত হয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ও সকল বিভাগীয় কর্মকর্তাদের যাদের সহযোগীতায় গোয়াইনঘাট উপজেলা এ পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ