ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে বলকা কমিউটার নামে যাত্রী ভর্তি ট্রেনটির বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে প্রায় ২শ গজ দূরে চলে যায় ট্রেনটি। পর স্থানীয় লোকজনের ডাকাডাকি শুনে হুঁশ এলো ট্রেনটির চালকের।
ট্রেনের ভেতরের যাত্রীরা জানালা দিয়ে হঠাৎ দেখতে পান ট্রেনের বগি থামলেও ছুটে চলছে ইঞ্জিন। আচমকা ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্টেশনের টিকিট ম্যানেজার সোহেল জানান, সোমবার (২৪ জানুয়ারি) ঝারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা বলকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে চারটার দিকে এসে দাঁড়ায়। পরে ট্রেনটি শ্রীপুর স্টেশন থেকে চারটা দশ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়।
সোহেল আরো জানান,শ্রীপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহূর্তে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা হুইস পাইপটি ভেঙ্গে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে পড়ে। এ ঘটনায় প্রায় দেড় ঘটনা পর বগির সাথে ইঞ্জিন যুক্ত করে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে ট্রেনটি। তবে এ ঘটনায় কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
-এটি