শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


চুল দেখা যায় এমন পাতলা ওড়না পরে মহিলাদের নামাজ সহিহ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফারিহা আক্তার নামে একজন প্রশ্ন করেছেন, আমি শুনেছি নামাযের ভেতরে মহিলাদের মাথা ঢেকে রাখা ফরয। কিন্তু কিছু ওড়না আছে এতটা পাতলা, যা দ্বারা মাথা ঢাকার পরও মাথার চুল স্পষ্টভাবে দেখা যায়। কোনো মহিলা যদি এ ধরনের ওড়না পরে নামায পড়ে তাহলে কি তার নামাযে কোনো সমস্যা হবে?

উত্তর-
এমন পাতলা ওড়না, যা পরার পরও মাথার চুল দেখা যায় তা মাথায় দিয়ে নামায পড়লে নামায সহীহ হবে না। তাই ওড়না এমন মোটা হওয়া আবশ্যক, যা মাথায় দিলে চুল দেখা যায় না।

-আলমাবসূত, সারাখসী ১/৩৪; বাদায়েউস সানায়ে ১/৫১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৩; তাবয়ীনুল হাকায়েক ১/২৫২; আলবাহরুর রায়েক ১/২৬৮; রদ্দুল মুহতার ১/৪১০ সূত্র- মাসিক আলকাউসার।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ