জহীরুল ইসলাম হুসাইনী।।
নরসিংদী থেকে>
গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন ব্যাপি ২৯তম ইসলাহী ইজতেমা আজ দুপুর ১২টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ইজতেমার তত্বাবধায়ক মাহমুদ মাদানির খলীফা মুফতি মোহাম্মাদ আলী হেদায়েতি বয়ানে বলেন, ইসলামের মৌলিক বিষয়ের যেমন- ঈমানিয়াত/ আকায়েদ, ইবাদাত, মুয়ামালাত, মুয়শারাত, আখলাকিয়াতসহ জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ধারন করতে হবে।
খৃষ্টান মিশনারি, কাদিয়ানী, পীরকে সেজদা, মাযারে মান্নত করা, বেপর্দা চলাফেরা, সুদ-ঘুষ,দুর্নীতি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। কওমি মাদরাসা ও হাক্কানী উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে জীবনের সবক্ষেত্রে দ্বীনের পথে চলার অঙ্গিকার করান।
এরপর ২০ মিনিট ব্যাপি আখেরী মুনাজাত পরিচালনা করেন, এ সময় আমীন আমীন ধ্বনীতে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠে ইজতেমার আশপাশ। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত শেষ করেন।
এর আগে ইজতেমায় বয়ান করেন- হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বি বাড়িয়া। শায়খুল হাদীস আল্লামা বশীরুদ্দীন,নরসিংদী।
আল্লামা ড.খলীলুর রহমান খাঁন আল-আযহারী, মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ ঢাকা। মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মোমেনশাহী। শায়খুল হাদীস নাজমুল হাসান, ঢাকা। মাওলানা সফীউল্লাহ, খতীব মনোহরদী উপজেলা।
মুফতী বশীরুল্লাহ কাসেমী, মুফতী আরীফুল ইসলাম, মুফতী সাইফুল ইসলাম, মুফতি ফয়সাল উমর, ঢাকা। মাওলানা জহীরুর ইসলাম হুসাইনী, কিশোরগন্জ প্রমুখ উলামায়ে কেরাম ইজতেমায় ইসলাহী বয়ান পেশ করেন।
ইন্তেজাম তত্বাবধানে ছিলেন অত্র জামিয়ার মুহতামিম মাওলানা শওকত আলী কাসেমী। পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী, মাওলানা ফয়জুল্লাহ কাসেমী, মাওলানা শাহাদাৎ হুসাইন।
-এটি