আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শুক্রবার সকাল পর্যন্ত অনশনরত শিক্ষার্থীদের নয়জন অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের মধ্যে আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৪ ঘণ্টা ধরে চলা এই অনশনে প্রায় সবাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
শুক্রবার সকালে অনশনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, আমরা কেউ ভালো নেই। আমাদের অনশনের প্রায় ৪৪ ঘণ্টা পার হতে চলেছে। এ সময়ে এক ফোটা পানিও গ্রহণ না করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নয়জন শিক্ষার্থী। তারা এখনও অনশন ভাঙতে রাজি হননি। অনশনস্থলে আমরা যারা আছি তাদের মধ্যে বর্তমানে ১৩ জনকে স্যালাইন দেয়া হচ্ছে। তিনি জানান, যত কষ্টই হোক, যত ত্যাগ স্বীকারই হোক, ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।
এনটি