নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা পূর্ণগঠন উপলক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি আইএবি জেলা অফিসে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।
জেলা ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ রবিউল মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আল আমিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।
মুহাম্মদ আল আমিন সিদ্দিকী বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা জাতিকে সুনাগরিক উপহার দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষাঙ্গনগুলোতে আজকের নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। অনৈসলামিক ছাত্র সংগঠনগুলো প্রতিনিয়ত খুন-খারাবি, রাহাজানি জড়িত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আত্মশুদ্ধির মাধ্যমে ছাত্রদেরকে আদর্শ ছাত্র হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি ছাত্র সমাজকে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আজিজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, শ্রমিক আন্দোলনের সভাপতি জামাল উদ্দিন মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন, জেলা ছাত্র আন্দোলন প্রচার সম্পাদক এস এম মহিউদ্দিন প্রমুখ।
সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২২-২৩সেশনের কমিটি ঘোষণা করেন। মাওলানা রবিউল মিয়াজিকে সভাপতি, ইকবাল মাহমুদকে সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
-এএ