সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

প্রতিবন্ধী ইয়াছিনের ২ মেয়ের পড়ালেখার দায়িত্ব নিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার প্রতিবন্ধী ইয়াছিন মিয়ার অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়া দুই মেয়ে ইয়াছমিন আক্তার ও ফারজানা আক্তারের পড়ালেখার সমস্ত দায়িত্ব ভার নিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা পানছড়ির মোহাম্মদপুর এলাকায় এসে খোঁজ খবর নেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদের পড়ালেখার সকল দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ, যুগ্ন আহ্বায়ক মুহা. ইব্রাহীম খলিল, সদস্য সচিব মেহেদী হাসান, সাধারণ সদস্য মুজাহিদুল ইসলাম, দৈনিক আজকের জনবাণী পত্রিকার পানছড়ি উপজেলা প্রতিনিধি মিঠুন সাহা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহা. শাহাদাৎ হোসেন কায়েস, সদস্য মুহা. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা কমিটির আহবায়ক সুমন আহমেদ জানান, দুইবোনের ভর্তি প্রক্রিয়া সহ যাবতীয় সবকিছু দ্রুত তম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে তাদের পড়াশুনাকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ