আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছে সৃষ্টির সেবা (হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা)।
অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম ও সৃষ্টির সেবার ( হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার) যৌথ উদ্যোগে দুস্থ,অসহায় ২০০ শীতার্থ মানুষদের উলেন কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রণালয় জামে মসজিদের খতিব মাওলানা ইবরাহিম খলিল ও সংস্থার প্রতিনিধি ফয়সাল বিন হুসাইন। ব্যবস্থাপনায় ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব ও সৃষ্টির সেবার প্রকল্প বাস্তবায়ন পরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজ।
প্রসঙ্গত, দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকা দু’টি ছিটমহলের অন্তর্ভূক্ত ছিল। ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।
স্থানটি মূল ভূখন্ড থেকে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় স্বাভাবিকভাবে এখানে অসচ্ছল মানুষের সংখ্যা বেশি। এখান থেকে মূল জেলা শহরে আসা ও ব্যয়বহুল। এলাকার অধিকাংশ মানুষই শ্রমিক শ্রেণীর।
এনটি