নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>
ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮০টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১৬জানুয়ারি) ২৬০ জন প্রতিনিধির মাধ্যমে আখতার উদ্দিন মাহমুদ পারভেজ এসব কম্বল বিতরণ করেন।
ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বলেন, ‘উপজেলার প্রতিটি গ্রামের অসহায় ও দু:স্থদের নির্বাচন করে এসব কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।
গত ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত চলা এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ফটিকছড়ির অন্তত ২০ হাজার শীতার্ত মানুষকে মুজিববর্ষের উপহার হিসেবে এ কম্বল প্রদান করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহা. ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা, বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে শাহদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম, নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ শিকদার, ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইব্রাহীম তালুকদার, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং এর চেয়ারম্যান এ কে এম ছরওয়ার হোসেন স্বপন।
কাঞ্চনগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মো. দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ চৌধুরী, সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, লেলাং এর চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সফিউল আজম, রোসাংগিরি ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোয়েব আল সালেহীন, বক্তপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোলায়মান, জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ ইমন, আবদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. অহিদুল আলম জুয়েল ও খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
-এএ