সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ফরিদপুরে তুলার কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের কানাইপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফরিদপুর দমকল বাহিনীর দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কারখানার মালিক আমির মিয়া। এ কারখানাটি কানাইপুর বাজার এলাকার মৃধা মার্কেটের পিছনে অবস্থিত। ওই মার্কেটের পিছনে ৭৮ ফুট লম্বা ও ৫৭ ফুটপ্রস্ত একটি টিনের ঘরের মধ্যে এ কারখানাটি অবস্থিত। কারখানা থেকে মেশিন ঘরের দূরত্ব আনুমানিক ১৮০ ফুট।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে তুলার মিলের গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ওই তুলা কারখানার মালিক আমির মিয়া বলেন, গার্মেন্টেস এর জুট প্রসেস করে তিনি তুলা উৎপাদন করেন। তিনি বলেন, আমার কারখানার মেশিন মেরামত চলছে। ফলে গত তিনদিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে। যে গোডাউনে আগুন লেগেছে সেটিও বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা ছিল। ঘরে বিদ্যুতের কোন সংযোগ ছিল না। তিনি বলেন, তার ধারণা শত্রুতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ই বলেন, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা তদন্ত করে নিরুপণ করা হবে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, কানাইপুর একটি শিল্প এলাকা। এখানে আগুন লাগলে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ফরিদপুর থেকে দমকল বাহিনী আসে। এর ফলে ক্ষতির পরিমান বেড়ে যায়। তিনি বলেন, কানাইপুরে পৃথক একটি দমকল স্টেশন স্থাপন করা জরুরী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ