রফিকুল ইসলাম জসিম,
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ১৮ বছর পর আওয়ামী লীগের চেয়ারম্যান বিজয় হয়েছে। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আসিদ আলী বিজয়ের সংবাদের পুরো ইউনিয়নবাসীর আনন্দের খবর যেমন আছে তেমনি প্রতিটি পাড়ায় পাড়ায় বিজয় সংবর্ধনা সকলের নজর কেড়েছে।
গতকাল ১৫ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় শুকুর উল্লার গাঁও এলাকারবাসীর উদ্যোগে গ্রামের চৌরাস্তায় নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আসিদ আলী কে বিজয় সংবর্ধনা দেওয়া হয়। তিনি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুলভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
নবনির্বাচিত চেয়ারম্যানের বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন,যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা সুমন আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সালমান প্রমুখ উপস্থিত ছিলেন৷
সংবর্ধিত অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন এলাকার প্রবীণ আওয়ামী নেতা মোঃ জয়নাল আবেদীন, শুকুর উল্লার গাঁও নূরানি জামে মসজিদের সভাপতি হাজী জয়নাল আবেদীন, ০২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ সভাপতি জাহিদ হাসান ও সংবাদকর্মী রফিকুল ইসলাম জসিম প্রমুখ।
উল্লেখ্য, ১৮ বছর পর উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আসিদ আলী। এর আগে টানা তিনবার নির্বাচনে বিজয়ী হয়ে ১৮ বছর ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি দখলে রেখেছিল বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু। এবারও তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজয়ী হতে পারেননি।
নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ আসিদ আলী ৮ হাজার ৮২৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পুষ্প কুমার কানু সিনএনজি প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৮৪ ভোট। এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিএনজি প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন পুষ্প কুমার কানু।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান হয়েছেন। তাদের সময়ে ইউনিয়নের রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার নৌকার প্রার্থীর জয় হওয়ার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন হবে। তাই এলাকার জনগণ নৌকার প্রার্থীকেই উন্নয়নের জন্য নির্বাচিত করেছেন।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসিদ আলী বলেন,‘এ এলাকায় বিএনপির চেয়ারম্যান আধিপত্যের কারণে এলাকায় উন্নয়ন হয়নি। জনগণ বিষয়টি বুঝতে পেরে দীর্ঘদিন পর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এলাকার জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো।
তিনি আরো বলেন, নামাজ পড়বেন, দোয়া করবেন৷ যেন, আল্লাহ তায়ালা দরবারে চাইবেন, আপনারা যারা ভোট দিয়ে পাস করেছেন- আল্লাহ তায়ালা দরবারে লাখ লাখ শুকরিয়া - আল্লাহ সে যেন সঠিক পথে ভালো পথে দেখান, আপনাদের সেবা করতে পারি। এখন কিন্তুু ভোট চাওয়ার দোয়া না, এখন হলো সিংহাসন চালানোর দোয়া৷ আমাদের ইউনিয়ন হলো সর্বস্তরের জাতির ইউনিয়ন। আর গরীব দুঃখী সকল মানুষের হাসি যেন ফোটাতে পারি-আমিন।
-এটি