সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ৯৯তম বার্ষিক মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা কেন্দ্র আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরের ৯৯তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাদ্রাসার মহাদ্দিস হারুন আজিজী নদভী, মুফতি রহিমুল্লাহ শাহনগরী ও মুফতি ইকবাল আজিমপুরী'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান, মিয়াখাননগর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা লোকমান হাকিম, আল্লামা আজিজুল হক আল মাদানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান ফতেহপুরী, পটিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, মুহাদ্দিস জাকারিয়া আল আযহারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, আব্দুল হক হক্কানী, মাওলানা ইলিয়াস হামিদী,মাওলানা মুফতি রিজওয়ান রফিকী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আল্লামা মোস্তফা নূরী, মুফতি খালেদ নানুপুরী, মাওলানা ইসমাইল খান, কারী আবু সাঈদসহ দেশ বরণ্যে ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ কোরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।

আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আসমান ও জমিনের একমাত্র মালিক আল্লাহ তা'য়ালা।এই পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন। মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না। আমাদেরকে একমাত্র তারই ইবাদত করতে হবে।

হাটহাজারীর মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া বলেন, আল্লাহ তা'য়ালার ভালোবাসা পেতে হলে আমাদেরকে মহানবী সা. এর আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে । তাহলেই আল্লাহ তা'য়ালা আমাদেরকে ভালোবাসবেন।

হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, তাকওয়া এবং ঈমানের মাধ্যমে এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি সম্মানিত হবে, অন্য কোনো মাধ্যমে নয়।

শুক্রবার আসরের নামাজের পর বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক আইয়ুব বাবুনগরীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে দুই দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে সমাপ্তি ঘটে। এর আগে জুমার নামাজে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ