আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ বাড়ায় রাঙ্গামাটিকে রেড জোন ঘোষণা দেয়ার পর রাঙ্গামাটি জেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে বেশ কিছু বিধিনিষেধ কার্যকর করেছে। শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের নেতৃত্বে করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
জেলা প্রশাসক মো মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে রাঙ্গামাটির সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে। হোটেল রেস্টুরেন্ট ও খাবারের দোকান বন্ধ রাখতে হবে রাত ১০টার পর থেকে।
পর্যটন এলাকায় ট্যুরিস্টদের জন্য স্বেচ্ছাসেবক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ তদারকি দেয়া হবে। এছাড়া সরকারের জারি করা সকল নির্দেশনা বাস্তবায়ন তদারকি করতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ শুরু করেছে।
পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যাতে যথাযথ অনুসরণ করা হয় সেজন্য সচেতনামূলক কাজ শুরু করা হয়েছে।
সিভিল সার্জন বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দিতে প্রস্তুত রাখা হয়েছে আলাদা ইউনিট।
এনটি