শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

বগুড়া জামিল মাদরাসায় শুরু হয়েছে দাওয়াতুল হকের ইজতেমা: থাকছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া জামিল মাদরাসায় আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা। চলবে বাদ আসর পর্যন্ত।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর সভাপতি, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও জামিল মাদরাসার মোহতামীম মুফতি আরশাদ রাহমানী’র সভাপতিত্বে আয়োজিত এই ইজতেমায় উপস্থিত থাকছেন আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমুদুল হাসানসহ দেশ বরণ্যে ওলামায়ে কেরাম।

ইজতেমায় ইতোমধ্যে কয়েক হাজার ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন জানিয়ে জামিল মাদরাসা শিক্ষক মুফতি শফিকুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, উত্তরবঙ্গের প্রায় ১৬টি জেলার তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত মাদরাসাগুলো থেকে ইতোমধ্যে ওলামায়ে কেরামের ঢল নেমেছে দাওয়াতুল হকের আজকের ইজতেমায়। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন।

‘জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের সৌরভ ছড়িয়ে দিতে এই ইজতেমার আয়োজন। এখানে সুন্নত মোতাবেক প্র্যাক্টিক্যালি আজান, একামত, নামাজ ও দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ