সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>
গোয়াইনঘাটে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কনফারেন্স হলে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মুহা. ইকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. ফারুক আহমদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. শাহাব উদ্দিন শিহাব, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ডৌবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল কাদির গোয়াইনঘাট থানার এস.আই মতিউর রহমান, আনসার ভিডিপির কমান্ডার মোতালেব হোসেন, ইউপি সচিব মৃদুল কান্তি, কামরুজ্জামান, শিক্ষক আহমদ আলী, মাহবুবুর আলম, সালিক আহমদ প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র প্রদানের মাধ্যমে বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
-এএ