সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদরাসা শিক্ষকের উপর দূর্বৃত্তদের অতর্কিত হামলা: প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান।।

নোয়াখালী থেকে>

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে ইক্বরা হাজ্বী সোলাইমানিয়া নূরানী মাদরাসার প্রধান মাওলানা আবদুল্যার উপর দূর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মাদরাসা পরিচালনা পর্ষদ’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বুধবার (২৩ ডিসেম্বর) মাদরাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা পর্ষদে’র সভাপতি হাজ্বী ফিরোজ আলমের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী আবদুল আউয়াল মিঠুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সহিত দায়িত্ব পালনকরা প্রধান শিক্ষক আব্দুল্যার উপর যে বা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে যথাযত শাস্থির ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,সমাজের এমন নোংরা ঘটনাগুলো আমার আপনার মত দায়ীত্বশীলদের অসচেতনতায় তৈরি হচ্ছে। সমাজের শিক্ষিত ও যুব সমাজ যদি সচেতন হয়ে উঠে তাহলে এমন নেক্কারজনক ঘটনা থেকে সমাজকে মুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেন ইকবাল বাহার চৌধুরী।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নূরানী মাদ্রাসা শিক্ষাবোর্ড কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোশারফ হোসেন বলেন,সমাজের মানুষ যদি চায়, প্রশাসনের যদি আন্তরিকতা থাকে এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের যদি নিরপেক্ষ সাপোর্ট থাকে প্রকৃত আসামী গ্রেপ্তার হবেই।

তিনি আরও বলেন,এই হামলার যদি প্রকৃত বিচার না হয়,হামলাকারীদের যদি চিহ্নিত করা না হয় তাহলে এই প্রতিষ্ঠানে আগামীতে কোনো শিক্ষক দায়িত্ব নিতে চাইবেনা। কোনো শিক্ষক এই প্রতিষ্ঠানে আসবে না। অচিরেই এই প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। অতএব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্থির ব্যবস্থা নিতে চেয়ারম্যান বরাবর অনুরোধ জানান মাওলানা মোশারফ হোসেন।

এসময় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন  সমাজ সেবক ও অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ।

মাদ্রাসা পরিচালনা পর্ষদ’র কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মান্নান। রামপুর ২ নং ওয়ার্ড মেম্বর জহির উদ্দিন মজনু। মাদ্রাসা শিক্ষক মাওঃ মাসউদুর রহমান প্রমূখ।

উল্লেখ্য,গত সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় রামপুর ২ নম্বর ওয়ার্ডে আজাদ কন্ট্রাক্টরের বাড়ির দরজায় দূর্বৃত্তদের হামলায় গুরত্বর আহত হন ইক্বরা হাজ্বী সোলাইমানিয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল্যাহ (৩০)। এবিষয়ে বুধবার মাদ্রাসা পরিচালনা পরিষদের সেক্রেটারী গোলাম মাওলা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ