আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ তেমন বাইরে বের হচ্ছেন না। হিমেল বাতাসে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ।
বৃহস্পতিবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকছে। সূর্যের দেখা মিললেও রোদের তেজ নেই। এতে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।
পথচারীরা জানান, সকালে ঠাণ্ডা বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা শীত কমছে। রোদের কারণে শীতটা কম হলেও সন্ধ্যার পর থেকে আবার বেড়ে যাচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।
এর আগে বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৪-৬ কিলোমিটার।
এনটি