মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে ১০৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইনের হলরুমে এ সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, বিপিএম (সেবা) বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সে সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্লা- বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মুহা. হেলাল উদ্দিন ভূইয়া, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহা. জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
এ ছাড়াও সেসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গার আলগী ইউনিয়নের সনামধন্য সফল বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা মুহা. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহা. ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুহা. রফিকুল ইসলাম প্রমুখ।
-এএ