সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকালে বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আগামী শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বন্দর দিয়ে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ