আওয়ার ইসলাম ডেস্ক: তাবলিগের সিলেট বিভাগীয় ৩ দিন ব্যাপী জোড় শেষ হয়েছে। এর আগে গত রোববার ১২ ডিসেম্বর এ জোড় শুরু হয়েছিলো। সিলেটের জামেয়া রেঙ্গা মাদরাসা ময়দানে এ জোড় অনুষ্ঠিত হয়।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিত তাবলিগের এ জোড়ে সিলেট বিভাগের চার জেলার মানুষ অংশ নিয়েছেন। তাবলিগের এ জোড় কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো সিলেট বিভাগীয় পুলিশ।
সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিসি ক্যামেরা গোয়েন্দা সংস্থার সদস্যসহ নিবীর পর্যবেক্ষণসহ মাঠে ওয়াচ টাওয়ার থেকে জোড় পরিস্থিতি পর্যবেক্ষন করেছে পুলিশ।
প্রসঙ্গত, প্রতি বছর ইজতেমার পূর্বে এই জোড় অনুষ্ঠিত হয়। তিন দিনের এই জোড় যারা টানা ১২০ দিন (তিন চিল্লা) ও আলেমগণ এক সাল অর্থাৎ ১২ মাস টানা আল্লাহর রাস্তায় সময় দিয়েছেন তারাসহ সিলেটের হাজার হাজার সাধারণ মানুষ এই জোড়ে অংশগ্রহণ করেছিলেন।
এমডব্লিউ/