শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ? যা আছে দেওবন্দের ফতোয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সম্প্রতি সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে খতীবদের প্রতি আহবান জানিয়েছে সেদেশের ইসলাম বিষয়ক মন্ত্রী। এ নিয়ে সারাবিশ্বেই বেশ আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মাদারে ইলমী দারুল উলুম দেওবন্দ থেকেও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। পাকিস্তানের বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান সেদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তাবলিগের মূল বিষয়টি তুলে ধরেছেন। বাংলাদেশের উলামায়ে কেরামও বিষয়টি নিয়ে বেশ সরব ভূমিকা রাখছেন। এমন পরিস্থিতিতেই এক ব্যক্তি দেওবন্দের  ওয়েবসােইটে জানতে চেয়েছেন, ‘কেবল দাওয়াত ও তাবলিগই কি নবীওয়ালা কাজ? বিষয়টি আসলে কী?

প্রশ্নকারী তার প্রশ্নে দুটি বিষয় জানতে চান। ‘এক. কিছু (তাবলীগী) লোক একথা বলে থাকেন যে কেবল দাওয়াত ও তাবলিগই নবীওয়ালা কাজ। শিক্ষা-দীক্ষা ও অন্তর পরিশুদ্ধি (পীর-বুযুর্গী) নবীর কাজ নয়।

দুই. দাওয়াত ও তাবলীগের কাজ হলো কাউকে সংশোধনের উপায়। কাউকে খুঁজে তার সাথে সম্পর্ক স্থাপন করার দরকার নেই। এসব কথার বাস্তবতা কি?’

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘এগুলো সবই অজ্ঞতা ও চরমপন্থার কথা। নবীদের দাওয়াত ও তাবলিগের কাজ ছিলো কাফির ও মুশরিকদের মধ্যে। আর মানুষের অন্তর পরিশুদ্ধ করাও ছিল নবীজির অন্যতম উদ্দেশ্য।’

কুরআনুল কারীমে বলা হয়েছে, ‘তিনিই নিরক্ষরদের জন্য তাদের মধ্য থেকে একজন রসূল পাঠিয়েছেন, তিনি তাদের কাছে তাঁর আয়াত তিলাওয়াত করেন ও তাদের পবিত্র করেন।’

মোটকথা রাসূল সা. এর কাজ ছিল মানুষের অন্তরকে যাবতীয় খারাপ গুণাবলী থেকে পরিশুদ্ধ করা ও মানুষকে উত্তম নৈতিকতায় সুশোভিত করা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ